Jukti.Tech is more than just a blog; it’s a community. We believe that knowledge grows when it’s shared.
Have a question? Feel free to reach out at help@jukti.tech
Jukti.Tech is more than just a blog; it’s a community. We believe that knowledge grows when it’s shared.
Have a question? Feel free to reach out at help@jukti.tech
Jukti.ai হলো একটি অত্যাধুনিক বাংলাদেশি AI প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই প্রফেশনাল মানের ছবি ও ভিডিও এডিট করতে পারবেন।

আজকের ডিজিটাল যুগে আমরা সবাই কমবেশি কনটেন্ট তৈরি করি। সেটা facebook বা instagram এর জন্য আকর্ষণীয় ছবি হোক, ইউটিউবের জন্য তথ্যবহুল কোনো ভিডিও, অথবা নিজের ই-কমার্স প্রোডাক্টের নজরকাড়া ফটো। কিন্তু প্রফেশনাল মানের ছবি বা ভিডিও এডিটিং করতে গেলে প্রথমেই প্রয়োজন হয় Adobe Photoshop বা Premiere Pro এর মতো দামি দামি সব সফটওয়্যার। শুধু এটাই নয়, আপনাকে এগুলো ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যবহার করা শিখতে হবে। এতে অনেক ধৈর্য এবং সময় লাগবে। তাছাড়া অনেকের পক্ষে দামি laptop বা computer কেনা সম্ভব হয়না।
কেমন হতো যদি কোনো AI প্লাটফর্ম আপনার এই কাজগুলোকে সহজ করে দিতো? আর এই সব সমস্যাগুলির জন্য চমৎকার সমাধান নিয়ে এসেছে jukti.ai। কিন্তু আসলে এই Jukti ai কি এবং কীভাবে এটি আপনার জীবনকে সহজ করতে পারে? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
সহজ কথায়, Jukti ai হলো বাংলাদেশের তৈরি নতুন একটি অত্যাধুনিক AI প্ল্যাটফর্ম। যা ছবি এবং ভিডিও এডিটিং এর জটিল এবং সময়সাপেক্ষ কাজগুলোকে কয়েক ক্লিকেই সম্পন্ন করে দেয়। এই AI প্লাটফর্মটি Jukti Technologies Limited দ্বারা পরিচালিত। এই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হলো কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার, ই-কমার্স ব্যবসায়ী এবং বিভিন্ন ক্রিয়েটিভ এজেন্সির কাজগুলো AI এর মাধ্যমে আরো সহজ করে দেওয়া। এইগুলো দিয়ে তারা কোনো প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই দ্রুত ও সহজে খুব ভালো ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করতে পারবে।
এটা বাংলাদেশীদের জন্য গর্বের বিষয় ভাই। এতদিনে কেউ তো একজন নিজের দেশের কথা ভেবে বাংলাদেশের প্রথম AI প্লাটফর্ম তৈরি করেছে।
Jukti.ai মূলত চারটি প্রধান সেক্টরের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এদের প্রত্যেকেরই রয়েছে ভিন্ন রকমের চাহিদা:
আর ফটোশপের প্রয়োজন নেই। গুগল নিয়ে এসেছে এক বিপ্লবী AI টুল, nano-banana
Jukti ai কে বাংলাদেশের “অল-ইন-ওয়ান” ভিজ্যুয়াল ক্রিয়েশন সলিউশন বললে ভুল হয় না। এখানে ছবি এবং ভিডিওর জন্য 11 টিরও বেশি AI টুল রয়েছে। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় টুল হলো:
অনেকেই জানতে চান Jukti ai কি ফ্রি? আজ্ঞে না, এটা ফ্রি নয়। তবে এর কোনো মাসিক বা বার্ষিক ফি না থাকায় এটা অত্যন্ত সাশ্রয়ী। Jukti ai ক্রেডিট-ভিত্তিক “Pay-as-you-go” মডেলে কাজ করে। অর্থাৎ, আপনি ঠিক যতটুকু ব্যবহার করবেন, শুধু ততটুকুর জন্যই পেমেন্ট করবেন। ফলে আপনার টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।
আপনি 500 টাকা দিয়ে 5000 ক্রেডিট কিনতে পারেন। এই ক্রেডিট ব্যবহার করে আপনি 11 টিরও বেশি সার্ভিস, যেমন – ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো আপস্কেল বা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট খরচ হয়। ফলে, আপনার যখন প্রয়োজন, শুধু তখনই খরচ করবেন।
বাজারে অনেক AI টুল থাকলেও Jukti ai বাংলাদেশের প্রথম AI প্লাটফর্ম এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে নিজেকে আলাদা প্রমাণ করেছে।
ফ্রীতে সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম। এবার হলিউড আপনার হাতের মুঠোয়!
আশা করি, Jukti ai কি এবং এটি কীভাবে কনটেন্ট তৈরির কাজকে সহজ, দ্রুত এবং সাশ্রয়ী করে তুলেছে, সে সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পেয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে করা জটিল এডিটিং এর কাজ যখন মিনিটের মধ্যে করা যায়, তখন মূল্যবান সময় এবং শ্রম দুটোই বাঁচে। বাকি সময়টা আপনি আপনার ব্যবসা বা ক্রিয়েটিভিটির জন্য কাজে লাগাতে পারেন। Jukti ai বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অসাধারণ প্লাটফর্ম, যা কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
Jukti ai এর মতো আরও AI প্লাটফর্মস, AI টুলস সম্পর্কে জানতে এবং AI টিপসের জন্য jukti.tech এর সাথেই থাকুন।
না, মাসে মাসে টাকা দিতে হবেনা। এটা ক্রেডিট-ভিত্তিক সিস্টেমে কাজ করে, যেখানে আপনি প্রয়োজন অনুযায়ী ক্রেডিট কিনে ব্যবহার করতে পারবেন।
না, Jukti ai বাংলাদেশি ভিত্তিক হলেও যে কেউ google দিয়ে একাউন্ট বানিয়ে ব্যবহার করতে পারবেন।
Jukti.ai “Production-ready” বা কমার্শিয়াল ব্যবহারের উপযোগী হাই-কোয়ালিটি আউটপুট প্রদান করে। যেমন, এর Photo Upscale টুল পুরোনো ছবিকে 4K মানের রেজোলিউশনেও রূপান্তর করতে পারে।
Jukti ai তে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য Visa, Mastercard, Stripe এবং বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য bKash ও sslcommerz এর মতো লোকাল পেমেন্ট অপশনের সাপোর্ট রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেলে আলোচিত Jukti ai একটি স্বতন্ত্র AI প্ল্যাটফর্ম। আমাদের ব্লগ Jukti.tech এবং Jukti.ai দুটি সম্পূর্ণ আলাদা প্রতিষ্ঠান এবং এদের মধ্যে কোনো সম্পর্ক নেই।