ঘণ্টার পর ঘণ্টা Research আর নয়। [10 মিনিটে] Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান বানিয়ে ফেলুন

ঘণ্টার পর ঘণ্টা রিসার্চের দিন শেষ! Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান তৈরি করুন মাত্র 10 মিনিটে। জানুন বাজেট, হোটেল এবং ঘোরার তালিকা তৈরির সবচেয়ে সহজ কৌশল।

Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান
Photo by Aerps.com on Unsplash

ঘুরতে যাওয়ার নাম শুনলেই মনটা আনন্দে ভরে ওঠে, তাই না? কিন্তু আনন্দের পাশাপাশি শুরু হয় একরাশ টেনশন। কোথায় থাকব, কী কী দেখব, বাজেট কত হবে, হোটেলের রিভিউ কেমন? এই সব তথ্য জোগাড় করতে গিয়েই অর্ধেক এনারজি শেষ হয়ে যায়।

কিন্তু সেটা নিয়ে এখন আর অটো ভাবতে হবেনা কারণ সেই দিন এখন শেষ! আপনার ফোনে যদি Google Gemini থাকে, অবশ্য সব android ফোনেই এখন Google Gemini আছে। এই Google Gemini দিয়েই আমরা মাত্র 10 মিনিটের মধ্যেই পুরো প্ল্যানিং এর ঝামেলা শেষ করে ফেলতে পারবো। ChatGPT এর থেকে Gemini এখানে অনেকটাই এগিয়ে, কারণ এটি সরাসরি Google Search ব্যবহার করে আপনাকে লেটেস্ট ইনফরমেশন দিতে পারে।

এই ব্লগে আমরা শিখব কীভাবে Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান তৈরি করতে হয়। কিভাবে 10 মিনিটেই ঘোরার প্ল্যান তৈরি করে আপনি আপনার পরবর্তী ভ্রমণগুলোকে আরও সহজ করে তুলতে পারবেন। 

কেন ট্রিপ প্ল্যানিং-এর জন্য Gemini সেরা?

ChatGPT চমৎকার AI মডেল হলেও, ট্রিপ প্ল্যানিং এর ক্ষেত্রে Gemini ব্যবহারের বেশ কিছু সুবিধা আছে:

  • Real-time Web Search: Gemini সরাসরি ইন্টারনেটে সার্চ করে আপনাকে যাওয়ার খরচ, হোটেলে থাকার ভাড়া, খাওয়া দাওয়ার খরচা, আবহাওয়ার আপডেট এবং হোটেল ও ঘোরার জায়গা গুলির লেটেস্ট রিভিউ সম্পর্কে ইনফরমেশন দিয়ে পারে।
  • Google Maps Integration: এটি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব, কত সময় লাগতে পারে, যাওয়ার সময় কোন কোন জায়গার ওপর দিয়ে যাবেন এবং রাস্তায় যাওয়ার সময় কি কি দেখতে পাবেন সে সম্পর্কে সঠিক ধারণা দিতে পারে।
  • More Accurate Suggestions: লেটেস্ট ইনফরমেশনের উপর ভিত্তি করে হোটেল, রেস্তোরাঁ বা ঘোরার জায়গার সাজেশনগুলো অনেক বেশি ভালো ভাবে দিতে পারে।

জনপ্রিয় AI টুল যেমন ChatGPT এবং Gemini সম্পর্কে জানতে আমাদের ChatGPT vs Gemini তুলনা ব্লগটি পড়ুন।

Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান তৈরির সহজ কৌশল

চলুন, আমরা একটি উদাহরণ দিয়ে পুরো প্ল্যান বানানোর ব্যাপারটা সহজে বুঝে নিই। ধরুন, আপনি কলকাতা থেকে আপনার বন্ধুদের সঙ্গে দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন।

Step 1: প্রতিদিনের ঘোরার তালিকা বা লিস্ট তৈরি করুন

প্রথমেই আপনাকে একটি বিস্তারিত লিস্ট বানাতে হবে।

  • Prompt দিন (English): “I am planning a 4-day trip to Darjeeling from Kolkata with my friends in November. Create a relaxed, day-by-day plan including sightseeing, activities and travel time between places.”
  • Prompt দিন (Bengali): “আমি নভেম্বর মাসে বন্ধুদের সঙ্গে 4 দিনের জন্য কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যান করছি। প্রতিদিনের ঘোরার একটি রিল্যাক্সড তালিকা তৈরি করে দাও, যেখানে সাইটসিইং, অ্যাক্টিভিটি এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় উল্লেখ থাকবে।”

Gemini আপনাকে প্রথম দিন পৌঁছানো থেকে শুরু করে শেষ দিন ফেরা পর্যন্ত একটি সুন্দর রুটিন তৈরি করে দেবে।

Step 2: বিস্তারিত বাজেট তৈরি করুন

List টা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে, এবার খরচের হিসাবটাও সেরে নেয়া জরুরি।

  • Prompt দিন (English): “Create a detailed mid-range budget for this 4-day Darjeeling trip for 3 people, including transport from Kolkata, hotel rent, food, and local sightseeing costs.”
  • Prompt দিন (Bengali): “এই 4 দিনের দার্জিলিং ট্রিপের জন্য আমাদের 3 জনের একটি বিস্তারিত মিড-রেঞ্জ বাজেট তৈরি করে দাও যেখানে কলকাতা থেকে যাতায়াত, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া এবং লোকাল জায়গায় ঘোরার খরচ লেখা থাকবে।”

এই prompt এর উত্তরে Gemini আপনাকে একটি সম্ভাব্য খরচের হিসাব লিখে দিয়ে দেবে, যেটা থেকে আপনি প্রতিজন পিছু একটা সম্ভাব্য খরচ সম্পর্কে আন্দাজ করতে পারবেন। 

ChatGPT দিয়ে Freelancing করে প্রতি মাসে ₹50000 income

Step 3: হোটেল ও ট্রেনের সাজেশন 

এবার আপনাকে থাকার হোটেল এবং যাতায়াতের ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। এবং Gemini এখানেই তার সেরাটা আপনাকে দিয়ে দিবে। 

  • Prompt দিন (English): “Suggest some good mid-range hotels on Darjeeling with recent positive reviews and average price per night. Also, find the best train options from Sealdah to NJP for the second week of November.”
  • Prompt দিন (Bengali): “দার্জিলিং এর কিছু ভালো মিড-রেঞ্জ হোটেলের সাজেশন দাও যেগুলোর বর্তমানে পজিটিভ রিভিউ রয়েছে এবং প্রতি রাতে থাকার গড় ভাড়া কত। এছাড়া, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে Sealdah থেকে NJP যাওয়ার জন্য সেরা ট্রেনের অপশনগুলো খুঁজে দাও।”

যেহেতু Gemini ইন্টারনেটে সার্চ করে ইনফরমেশন বের করতে পারে, তাই এটি আপনাকে একদম লেটেস্ট রিভিউ এবং সম্ভাব্য হোটেলের ভাড়া সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে।

Step 4: লোকাল টিপস ও সিক্রেট তথ্য

যেকোনো জায়গার আসল মজা থাকে তার লোকাল কালচারের মধ্যে। Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান করার সময় লোকাল টিপস ও সিক্রেট তথ্য সম্পর্কে জানতে ভুলবেন না।

  • Prompt দিন (English): “What are some offbeat places to visit near Darjeeling? Also, suggest some must-try local foods and famous cafes that tourists usually miss.”
  • Prompt দিন (Bengali): “দার্জিলিং-এর আশেপাশে ঘোরার জন্য কিছু অফবিট জায়গার নাম বলো। আর কিছু সুপরিচিত ক্যাফে এবং লোকাল খাবার যেগুলো খেতেই হবে, কিন্তু ট্যুরিস্টরা সাধারণত সেগুলো মিস করে যায়, সেগুলোর সাজেশন দাও।”

কপি-পেস্ট না করে, ChatGPT দিয়ে নিখুঁত Essay লেখার আসল কৌশলটি জানুন

FAQs (সাধারণ প্রশ্নোত্তর)

Gemini কি আমার জন্য হোটেল বা ট্রেন বুক করে দিতে পারে?

না, Gemini সরাসরি কোনো কিছু বুকিং করতে পারে না। তবে এটি বুকিং এর জন্য আপনাকে সেরা অপশনগুলো খুঁজে দেবে এবং প্রয়োজনীয় ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিবে।

Gemini এর দেওয়া ইনফরমেশন কি 100% সঠিক?

যেহেতু Gemini সরাসরি ইন্টারনেট থেকে ইনফরমেশন সংগ্রহ করে, তাই এর দেওয়া ইনফরমেশন সাধারণত সঠিক হয়। তবে, হোটেলের ভাড়া অথবা ট্রেনের টিকিট কাটার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফাইনাল দাম দেখে নেওয়া ভালো।

ট্রিপ প্ল্যান বানানোর ফিচারটি কি ফ্রি?

হ্যাঁ, আপনি একদম ফ্রীতেই Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান বানাতে পারবেন।

আমি কি International ভ্রমণের জন্যও Gemini ব্যবহার করতে পারি?

হ্যাঁ, অবশ্যই। Gemini দিয়ে আপনি বিশ্বের যেকোনো দেশের জন্য ট্রিপ প্ল্যান করতে পারেন। 

আমার ঘোরার সময় ফটোগ্রাফি ও ট্রেকিং করতে ভালো লাগে।  Gemini কি সেই অনুযায়ী প্ল্যান বানাতে পারে?

হ্যাঁ, পারে। আপনার প্রম্পটে আপনার পছন্দের কাজ গুলো লিখবেন। যেমন, “Create a 4-day photography-focused tour plan for Darjeeling”. Gemini সেই অনুযায়ী আপনাকে প্ল্যান তৈরি করে দেবে।

শেষ কথা

আশা করি, আপনি বুঝতে পেরেছেন যে Google Gemini দিয়ে ট্রিপ প্ল্যান তৈরি করা কতটা সহজ কাজ। এটি আপনার ঘণ্টার পর ঘণ্টার ঘোরার জায়গার সম্পর্কে রিসার্চের সময় বাঁচিয়ে দিবে এবং আপনাকে একজন স্মার্ট ট্র্যাভেলার হতে সাহায্য করবে।

আপনার পরবর্তী ট্রিপের জন্য Google Gemini ব্যবহার করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না!

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x